
সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি কে বেদম মারপিট করে আহত করেছে বিএনপি দুর্বৃত্তরা। আহত আওয়ামী লীগ নেতার নাম আব্দুল হালিম। তিনি কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের চার নম্বর ওয়ার্ড সভাপতি।তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দায়িত্বশীল সূত্র জানায়,আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের চাচাতো বোনের মৃত্যুর খবর পেয়ে কাশিমাড়ীর জয়নগর গ্রামে তিনি সেখানে যান। আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করে তিনি বাড়ি ফেরার পথে জয়নগর মোড়ে আজ রোববার সকাল ১২ টার দিকে তিনি বিএনপি’র দুর্বৃত্তদের হামলার শিকার হন। সন্ত্রাসী হবি মোল্লার নেতৃত্বে হামলায় আবু তাহের, আব্দুস সামাদ, রাজ্জাক ঢালী, রবিউল সহ ২০/২৫ জনের একটি দল অংশগ্রহণ করে। রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করলে পথচারীরা তাকে উদ্ধার করে ভ্যান যোগে জরুরী শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।