সাতক্ষীরার কালিগঞ্জে দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫ । ৮:১৩ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা।
বুধবার (২৯ জানুয়ারি ) দুপুরে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো কালিকাপুর গ্রামের হাসান শেখের শিশু পুত্র মাহির (৫) ও আরিয়ান (৯ মাস)।গুরুতর অসুস্থ হাসান শেখের স্ত্রী রত্না খাতুন (৩০) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, হাসানের পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। একপর্যায়ে বুধবার দুপুরে সকলের অনুপস্থিতিতে ঘরের মধ্যে মা রত্না খাতুন দুই পুত্রকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। বিষয়টি জানাজানি হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সাকির হোসেন দুই পুত্রকে মৃত ঘোষণা করেন। আর মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, এঘটনার পিছনে অন্য কারোর ষড়যন্ত্র থাকতে পারে। বিষয়টি গভীরভাবে তদন্ত হওয়া দরকার বলেও সূত্রটি জানিয়েছে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন