
এডিসন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন,সাংস্কৃতিক সপ্তাহ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকার গাজীপুরে সোহাগ পল্লী রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৮ ফেব্রুয়ারি,শনিবার ২০২৫ অত্যন্ত আনন্দঘন ও সাড়ম্বরপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উৎসবমূখর সুশৃঙ্খল পরিবেশে মন মাতানো চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরনী সভা উপস্থিত সকলের মন কেড়েছে।
বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনীতিবিদ এম এ মতিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোশ্যাল অ্যান্ড ইকনোমিক সোসাইটির সভাপতি মহাম্মাদ জাহাঙ্গির কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের স্কিম ডিরেক্টর জনাব মাহফুজ আলি।
এ ছাড়াও বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজিবী ও অন্যান্য সন্মানীত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।