বল হাতে এক সাথে জ্বলে উঠলেন পাকিস্তানের পেস চতুষ্টয়। আর তাতে জ্বলে-পুড়ে আঙ্গার হয়ে গেল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। আগের ম্যাচে ১৬৩ রানে অলআউট হওয়া দলটি এবার গুটিয়ে গেল স্রেফ ১৪০ রানে।
পার্থে রোববার সিরিজ নির্ধরণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরু থেকেই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফের তোপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারে জ্যাক ফ্রেজার-ম্যাকার্গকে দিয়ে শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা।
তাদের সর্বোচ্চ ৩০ রান আসে অষ্টম উইকেট জুটি থেকে। সেই জুটির নেতৃত্বে থাকা শেন অ্যাবোটের ভ্যাট থেকে এসেছে ৪১ বলে সর্বোচ্চ ৩০ রান। প্রথম সাত ব্যাটারের কেবল দুজন দুই অঙ্ক স্পর্শ করতে পারেন- ম্যাথিউ শর্ট (২২) ও অ্যারোন হার্ডি (১২)।
৩২ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার আফ্রিদি। ৫৪ রানে ৩টি নেন নাসিম। আগের ম্যাচে ৫ উইকেট নেওয়া রউফের এবারের শিকার ২৪ রানে ২টি। ২৪ রানে ১টি শিকার ধরেন হাসনাইন। কুপার কনোলি আহত অবসর নিয়ে মাঠ ছাড়েন।
জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত জয়ের পথে ছুটছে পাকিস্তান। সাইম আয়ুব (৩৯*) ও আব্দুল্লাহ শফিক (৩১*) ১৪.৪ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছেন ৭৪ রান।