সুপেয় পানির দাবিতে শ্যামনগরে ব্যতিক্রমী ম্যারাথন “রান ফর ওয়াটার”

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫ । ৩:৩৩ অপরাহ্ণ

সাতক্ষীরার উপকূলীয় জনপদ শ্যামনগরে সুপেয় পানির দাবিতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী একটি ম্যারাথন। শুক্রবার (১৫ মে) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত হয় “রান ফর ওয়াটার” শীর্ষক এই আয়োজন।

অনলাইন নিবন্ধনের মাধ্যমে ২৭৭ জন অংশগ্রহণ করলেও ম্যারাথনে আরো অংশ নেন শতাধিক সচেতন নাগরিক, তরুণ-তরুণী ও পরিবেশকর্মী। ম্যারাথনটি সকাল ৬টায় উপজেলার মুন্সিগঞ্জ মনসুর সরদার গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে আকাশনীলা ইকো ট্যুরিজম চত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা ‘সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই’ দাবিতে সচেতনতা তৈরি করেন।

প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন দুইজন, দ্বিতীয় স্থান মোঃ আতিক হাসান, তৃতীয় কিংকর মণ্ডল ও চতুর্থ হন মোঃ ইব্রাহিম খলিল।

শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাঈম বলেন, “উপকূল অঞ্চলে লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানির সংকট চরমে। এই বাস্তবতা তুলে ধরতেই আমাদের এই আয়োজন।”
প্রোগ্রাম লিড আবিদ হোসেন আপন বলেন, “এই ম্যারাথন উপকূলবাসীর পানি অধিকার বিষয়ে বৃহত্তর জনসচেতনতা তৈরি করবে।”
এ্যাকশন এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মাসূদ পারভেজ ওভি বলেন, “তরুণদের এমন উদ্যোগগুলোই ভবিষ্যতের টেকসই পরিবর্তনের ভিত্তি গড়ে দেয়। সুপেয় পানি কেবল স্বাস্থ্য নয়, টেকসই উন্নয়নের অন্যতম শর্ত।”
স্থানীয় শিক্ষক ও পরিবেশকর্মী কবির হোসেন বলেন, “প্রতিনিয়ত লবণাক্ত পানির কারণে শিক্ষার্থী ও পরিবারের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এই উদ্যোগ শুধু একটি দৌড় নয়, এটি জীবনের দাবিকে সামনে নিয়ে এসেছে।”

আকাশনীলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সুপেয় পানি নিশ্চিত করার দাবিকে মৌলিক মানবাধিকার হিসেবে তুলে ধরেন এবং স্থায়ী সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন