
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ জুলাই) সকাল ৯টায় কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দিন বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষায় এই রূপরেখার কোন বিকল্প নেই। জনগণ জেগেছে এখন শুধু ঐক্যবদ্ধ হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোটদিয়ে বিপ্লব ঘটাতে হবে। ভেদাভেদ ভুলে শুধুমাত্র ধানেরশীষের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জুলফিকার আলী সাফুই, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মেম্বর আবুল কালাম গাজী, বিষ্ণুপর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান শিমুল, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম রসুল সরদার, সাবেক যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী সরদার, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুল করিম, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম সরদার, বিষ্ণুপুর কৃষকদলের আহবায়ক বাবলুর রহমান, সদস্য সচিব হামিদুল ইসলাম, উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক শাহাজান মোড়ল, দক্ষিণ শ্রীপুরের ১নং নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি আব্দুল খালেক গাজী প্রমুখ।