ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয়: ট্রাম্প

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ । ৪:১৪ অপরাহ্ণ

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যে শুল্ক বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ওভাল অফিসে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ এজেন্সির (এএনআই) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

শুল্ক বাড়িয়ে ৫০% করার পর বাণিজ্য আলোচনা পুনরায় শুরুর প্রত্যাশা করছেন কিনা, মার্কিন প্রেসিডেন্টের কাছে এ প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “না, যতক্ষণ পর্যন্ত এটার (শুল্ক) সমাধান না হয়, ততক্ষণ না।”

এর আগে বুধবার হোয়াইট হাউসের জারি করা নির্বাহী আদেশে ভারতীয় পণ্যে শুল্ক আরও ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা আসে। এখন সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য ঢোকাতে নয়া দিল্লিকে ৫০% সম্পূরক শুল্ক গুণতে হবে। নতুন ২৫% শুল্ক বসানোর এ পদক্ষেপের পেছনে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উদ্বেগকে কারণ হিসেবে দেখিয়েছে মার্কিন প্রশাসন, তবে নয়া দিল্লির ওপর তাদের ক্ষোভ মূলত রুশ তেল কেনা অব্যাহত রাখা।

আদেশে বলা হয়েছে, সরাসরি বা তৃতীয় পক্ষের মাধ্যমে ভারত যে রাশিয়ার তেল আমদানি করছে তা যুক্তরাষ্ট্রের জন্য ‘অস্বাভাবিক ও অসাধারণ হুমকি’ হিসেবে হাজির হয়েছে, যে কারণে জরুরি অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

প্রথম দফায় ট্রাম্প ভারতীয় পণ্যে যে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলেন তা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে, বাকি ২৫% কার্যকর হওয়া শুরু হবে ২৭ অগাস্ট থেকে। তবে যেসব পণ্য এখন পথে রয়েছে সেগুলো এবং ছাড় পাওয়া কিছু পণ্য এই শুল্কের বাইরে থাকবে।

নির্বাহী আদেশে পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি কিংবা ভারত বা অন্য কোনো দেশের পাল্টা ব্যবস্থার প্রেক্ষিতে প্রেসিডেন্টকে যখন তখন এই শুল্ক বাড়ানো-কমানো বা প্রত্যাহারের সুযোগও দেওয়া হয়েছে।

ট্রাম্পের এই নতুন শুল্কের প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক চাপে নয়া দিল্লি ‘মাথা নোয়াবে না’। “আমাদের কাছে, আমাদের কৃষকদের স্বার্থ সবার ওপরে। ভারত কখনোই তার কৃষক, মৎস্যজীবী ও দুগ্ধ খামারিদের স্বার্থের ব্যাপারে আপস করবে না। আমি জানি এর জন্য আমাদের চড়া মূল্য দিতে হবে, আমি তার জন্য প্রস্তুত।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন