টাক মাথায় চুল গজাবে পেয়ারা পাতায়

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ । ১০:৪৭ পূর্বাহ্ণ

চুল পড়ে যাওয়া ঠেকাতে অনেকেই অনেক কিছু ব্যবহার করেন। অনেকেই দিশেহারা হয়ে পড়েন। মাথায় যাদের চুল কম বা টাক পড়ে গেছে; এমন মানুষেরা সব সময় দুশ্চিন্তায় থাকেন।

চুল পড়ার রয়েছে অনেক কারণ। অনিয়মিত জীবন-যাপন, বংশগতভাবে টাক, কেমিক্যালযুক্ত প্রসাধনীর ব্যবহার ইত্যাদি কারণে চুল পড়তে পারে। তবে চুল গজাতে পেয়ারা পাতার ভূমিকা অনেক। প্রাকৃতিক এই উপাদানটি সঠিক নিয়মে ব্যবহার করলে টাক মাথাতেও গজাতে পারে চুল। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পেয়ারা পাতায় প্রচুর ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুল পড়া রোধ করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সহায়তা করে।

চুলে পেয়ারা পাতা লাগাতে একটি পাত্রে আধা লিটার পানি নিয়ে তাতে এক মুঠো পেয়ারা পাতা দিন। তারপর ২০ মিনিট সিদ্ধ করুন। এবার এই পানি ঠান্ডা হতে দিন। এই পানি চুলে এবং মাথার ত্বকে সিরাম হিসেবে ব্যবহার করুন।

চুল পড়া কমাতে বা লম্বা চুল চাইলে গোসলের ২ ঘণ্টা আগে বা রাতে এই পানি দিয়ে মাথায় ম্যাসাজ করুন।

পেয়ারা পাতা চুলে ব্যবহার করতে, কিছু পাতা শুকিয়ে তারপর পাউডার তৈরি করুন। এবার এই পাউডার দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে লাগাতে পারেন। এর সঙ্গে দই ও ডিম মিশিয়ে নিতে পারেন।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন