চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ । ৩:২৯ অপরাহ্ণ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজনের খবর উড়িয়ে দেওয়ার দুই দিন পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পিসিবির এক মুখপাত্রের বরাত দিয়ে রোববার আল জাজিরার খবরে বলা হয়েছে, “আইসিসির কাছ থেকে একটা ই-মেইল পেয়েছে পিসিবি। সেখানে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের (আইসিসি) জানিয়েছে যে, ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তান সফর করবে না।”

এখন পিসিবিও আইসিসির মাধ্যমে ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়ার কথা ভাবছে। কেবল তাই নয়, ভবিষ্যতে ভারতের সঙ্গে যেকোনো মঞ্চে ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। দেশটির সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়েছে।

আগামী ফেব্রুয়ারি ও মার্চে হতে যাওয়া আট দলের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করার কথা ছিল আজ। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর তা স্থগিত করা হয়েছে।

দুই দিন আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিসিসিআইকে হুঁশিয়ারি উচ্চারণ করে সংবাদ মাধ্যমকে জানান, ‘গত দুই মাস ধরে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে, ভারত (পাকিস্তানে) আসছে না। আমি তাদের এবং আমার দলের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার: তাদের কোনো আপত্তি থাকলে সেটা লিখিতভাবে জানাতে হবে। এখন পর্যন্ত হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা হয়নি, আর এমন টুর্নামেন্ট আয়োজন করতেও আমরা রাজি নই। ভারতীয় গণমাধ্যমে বলা হলেও পিসিবির কাছে (ভারত) আনুষ্ঠানিক কোনো বার্তা পৌঁছায়নি।’

পিসিবির প্রধান নাকভির মতে, ভারত না চাইলেও অন্য সব দেশের চাওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানে হোক, ‘আমি কয়েকটি বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তারা সবাই এখানে খেলার জন্য মুখিয়ে আছে। আমার মনে হয় না, এটাকে রাজনৈতিক বিষয় বানানো কারও উচিত। আমরা প্রতিটি দলকে যতটা সম্ভব সুযোগ-সুবিধা দেব। আমরা চাই বিদেশ থেকেও সমর্থকরা এই টুর্নামেন্টে আসুক।’

রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে ২০০৮ সালের এশিয়া কাপের পর আর কখনও পাকিস্তান সফরে যায়নি ভারত। গত বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান অবশ্য ভারতে গিয়েছিল। বহুজাতিক টুর্নামেন্টেই এখন কেবল দেখা হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। দুই দল সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ২০১২-১৩ মৌসুমে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন