ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা ওয়ানডে ফরম্যাট। টি-টোয়েন্টি ও টেস্টে নিয়মিত জয় না পেলেও ৫০ ওভারের ফরম্যাটে ধারাবাহিকই বলা চলে। তবে এবার সেটার ছাপ দেখা গেল না আফগানিস্তান সফরে। সবশেষ সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান।
এমন হারের প্রভাব পড়েছে এই ফরম্যাটে বাংলাদেশের র্যাংকিংয়েও। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। বাংলাদেশকে টপকে আট নম্বরে উঠে এসেছে আফগানরা। বাংলাদেশের বর্তমান অবস্থান তালিকার ৯ নম্বরে। এ তালিকায় শীর্ষ দশ দলের মধ্যে সবার শেষে অবস্থান ওয়েস্ট ইন্ডিজের।
সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন ৯–এ।
অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেছে আফগানরা। এ তালিকায় শীর্ষ দল ভারত। দুই অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তানের অবস্থান তালিকার তিন নম্বরে।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং (শীর্ষ ১০)
ক্রম দল রেটিং
১ (-) ভারত ১১৮
২ (-) অস্ট্রেলিয়া ১১৩
৩ (-) পাকিস্তান ১০৯
৪ (-) দক্ষিণ আফ্রিকা ১০৬
৫ (-) নিউজিল্যান্ড ১০১
৬ (-) শ্রীলঙ্কা ৯৬
৭ (-) ইংল্যান্ড ৯২
৮ (+১) আফগানিস্তান ৮৫
৯ (-১) বাংলাদেশ ৮৫
১০ (-) ওয়েস্ট ইন্ডিজ ৭৫