ঘটনা ১৯৯৭ সালের ১৯ আগস্ট। মুম্বাইয়ের জুহুর এলাকার একটি মন্দিরের বাইরে খুন হন ‘টি সিরিজ়’-এর কর্ণধার গুলশান কুমার। তার মৃত্যুর পর সংস্থার হাল ধরেন ছেলে ভূষণ কুমার। এবার বাবাকে নিয়ে জীবনী চিত্র বানাতে উদ্যোগী ছেলে ভূষণ। নামভূমিকায় নাকি অভিনয় করবেন বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান! আর এ ছবির হাত ধরেই ফের বড়পর্দায় ফিরছেন আমির খান। অধীর অপেক্ষায় রয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু বারবার কেন পিছিয়ে যাচ্ছে শুটিং? এ বিলম্বের কারণও জানালেন ভূষণ কুমার।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, ছবিটি নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এক পা এগিয়েও দুই পা পিছিয়ে যাচ্ছেন ভূষণ। মূলত কারণ তার মা সুদেশ কুমারী ভূষণ। প্রাথমিকভাবে যে চিত্রনাট্যটি লেখা হয়, সেটি পড়ার পর মায়ের মনঃপুত হয়নি। সে কারণে ফের নতুন করে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছে তাদের টিম।
ভূষণ বলেন, আমির খান এই ছবির সঙ্গে যুক্ত থাকবেন। তিনি সবসময় বলেছেন— এত ভালো চিত্রনাট্য এর আগে তিনি পড়েননি। কিন্তু পরিবারের সম্মতির প্রয়োজন। আসলে যতক্ষণ না আমার মা রাজি হচ্ছেন, ততক্ষণ আমি ছবি করতে পারব না। আমরা যেভাবে চিত্রনাট্য লিখেছি, তা দর্শকদের মনোরঞ্জন করবে। কিন্তু বিনোদনের জন্য পরিবারকে দুঃখ দিতে পারব না। ভূষণের মতে, এ ছবির মাধ্যমে তিনি বাবাকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন, তাই কোনো রকম তাড়াহুড়ো করতে চান না।