শ্যামনগরে মটর সাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) বিকাল আনুমানিক ৫ টার দিকে শ্যামনগর কালিগঞ্জ সড়কের চালিতাঘাটা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালের দিকে বাস ও মোটরসাইকেল সংঘর্ষ ঘটে। আহত অবস্থায় শাহিনুর ও রবিউল কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে শাহিনুর মারা যায়। নিহত শাহিনুর গাবুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারিক গাজীর বড় ছেলে।ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন।
আহত রবিউল ইসলাম গাবুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।