৩২ ছক্কার ম্যাচে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪ । ১:০১ অপরাহ্ণ

প্রথম তিনটি ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের এই সিরিজে চতুর্থ ম্যাচে জিতে ব্যবধান কিছুটা কমিয়ে নিলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৪৩৯ রানের ম্যাচে শেষ হাসি হাসলো উইন্ডিজই। ইংলিশদের দেওয়া ৫ উইকেটে ২১৮ রানের জবাবে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ৫ উইকেট আর ৬ বল হাতে রেখে। দুই দল মিলে এদিন ছক্কা মারল সমান ১৬টি করে মোট ৩২টি। এতে সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বড় সংগ্রহের পেছনে অবদান রেখেছে ওপেনাররা। টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড ওপেনিং জুটিতে তোলে ৩০ বলে ৫৪। ফিল্ট সল্ট খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। ১২ বলে ২৫ করেছেন উইল জ্যাকস। ৩২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন চারে নামা জ্যাকব বেথেল। এছাড়া অধিনায়ক বাটলার ২৩ বলে ৩৮ এবং স্যাম কারান ১৩ বলে ২৪ রান করেন। ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২১৮ রান। বাঁ-হাতি স্পিনার গুডাকেশ মোটি দুটি উইকেট নেন।

জবাবে এভিন লুইস ও শাই হোপের ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৫৫ বলে ১৩৬ রান তুলে নেয় উইন্ডিজ। সাতটি ছক্কা ও চারটি চারে ৩১ বলে ৬৮ রান করেন লুইস। আর হোপ তিনটি ছক্কা ও সাতটি চারে করেন ২৪ বলে ৫৪ রান। এরপর নিকোলাস পুরান শূন্য, শিমরন হেটমায়ার ৭ এবং অধিনায়ক রভম্যান পাওয়েল ২৩ বলে ৩৮ করে আউট হন। ষষ্ঠ উইকেটে শেরফান রাদাফোর্ড ১৭ বলে ২৯ ও চেস ৮ বলে ৯ রানে অপরাজিত থেকে ছয় বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করেন।

লেগ স্পিনার রেহান আহমেদ তিন উইকেট নেন। হোপ হন ম্যাচসেরা। একই মাঠে সোমবার হবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন