কালিগঞ্জে ওজনে কম দেওয়ায় ওএমএস ডিলারকে জরিমানা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ । ৭:৪৮ অপরাহ্ণ

সাতক্ষীরার কালিগঞ্জে ওজনে কম দেওয়ায় এক ওএমএস ডিলারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল কুশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের থানা রোডে অবস্থিত ওএমএস ডিলার তৌহিদুল ইসলামের গুদামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এসময় বিতরণে জড়িত তৌহিদুল ইসলামের স্ত্রী খাদিজা বেগমের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কার্ডধারী ৩ ব্যক্তিকে দেওয়া চাউলে ৭ কেজি, ৬ কেজি ও ৪ কেজি কম থাকায় ভ্রাম্যমাণ আদালত ডিলার তৌহিদুল ইসলাম ওরফে বুলবুল উপস্থিত না থাকায় বিতরণ কাজে জড়িত তার স্ত্রী খাদিজা বেগমকে ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করেন।

এসময় উপস্থিত কার্ডধারীরা তার ওএমএস ডিলারশিপ বাতিলের দাবি জানান।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন