সুর কেটে গেল সংসারে, বিচ্ছেদের পথে এআর রহমান

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪ । ৯:০০ পূর্বাহ্ণ

বিশ্বজোড়া খ্যাতি তাঁর। নানা সুরে ভাসিয়েছেন বিশ্ববাসীকে। তবে নিজের সংসার জীবনের সুরটা একটু সরে গেল যেন! বিয়ের ২৯ বছর পর বিচ্ছেদের পথে অস্কারজয়ী তারকা এআর রহমান। তাঁর স্ত্রী সায়রা বানুর আইনজীবী একটি ভারতীয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে বিবৃতি পাঠিয়েছেন।

রহমানের স্ত্রীর কথায়, সম্পর্কে বেশ কিছু সমস্যায় এই ভাবনা। দীর্ঘ বছরের সম্পর্ক ভাঙা কঠিন ছিল তাঁদের পক্ষেও।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সে বিবৃতি অনুযায়ী, রহমান এবং তাঁর স্ত্রী অনেক ভাবনা-চিন্তার পর এই সিদ্ধান্তটি নেন। একে অন্যের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রেখেই এই ইতি টানা। দীর্ঘ মানসিক টানাপোড়েনের পরই তাঁরা আলাদা হওয়ার কথা ভাবেন।

সে বিবৃতিতে লেখা হয়েছে, ‘দীর্ঘ বছরের বিবাহিত জীবনের পর মিসেস সায়রা তাঁর স্বামী এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্পর্কের নানা মানসিক টানাপোড়েনের পর এই উপসংহারে পৌঁছেছেন দম্পতি। একে অপরের প্রতি তাঁদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, কিছু তিক্ততায় দূরত্ব তৈরি হয়েছে।’

সায়রার আইনজীবী আরও উল্লেখ করেছেন, অত্যন্ত যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। এই কঠিন সময়ে জনগণের কাছে তাঁদের ব্যক্তি জীবনের প্রতি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন