র্যাবের বিশেষ অভিযানে ৩৪৭ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে ৩৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে আটক করলেও অপর ২ মাদক কারবারি পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারীরা হলেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজপাটুলি গ্রামের মোঃ আনসার গাজীর পুত্র জাহাঙ্গীর আলম (৩২) এবং সাতক্ষীরা সদর থানার হাড়দাহ গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র নাজিমুদ্দিন সরদার ( ৪৫) ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল পৌনে ৫ টার সময় কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন এলাকার পূর্ব পাশে জৈনক প্রবাসী ডাঃ মহিবুর রহমানের ভাড়া দেওয়া দ্বিতীয় তলা ভবনের নিচতলা থেকে। উক্ত ঘটনায় র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিদর্শক শহীদ মোল্লা বাদী হয়ে শুক্রবার (২২ নভেম্বর) কালিগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে, মামলা নং ১৩। মামলার অন্য দুইজন মাদক ব্যবসায়ী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলার দাদপুর গ্রামের আব্দুর রহিম পাড়ের ছেলে ফারুক হোসেন পাড় (৪৫) এবং দেবহাটা থানার নাংলা গ্রামের নুরু মিস্ত্রির ছেলে মাদক ব্যবসায়ী আকবর ওরফে কালু (৫৫)। গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে শুক্রবার (২২ নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে মাদক মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। নাম না প্রকাশ করার শর্তে এলাকাবাসী জানায়, ফারুক হোসেন দীর্ঘদিন ভারতে পালিয়ে থেকে নিজস্ব ফেন্সিডিল কারখানায় তৈরিকৃত ফেনসিডিল বাংলাদেশে পাচার করে আসছিল। বিগত সরকার ক্ষমতায় থাকায় বাড়িতে এসে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে প্রবাসী ডাক্তার মহিউদ্দিনের বাসা ভাড়া নিয়ে সেখানে তার মাদক সিন্ডিকেটের সদস্যদের নিয়ে জেলা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিল। গত বৃহস্পতিবারের (২১ নভেম্বর) অভিযানে ফেন্সিডিল পাচার করার মুহূর্তে ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের রাস্তায় তল্লাশি করে হাতেনাতে ৩” শ ৪৭ বোতল ফেন্সিডিল সহ প্রথমে দু,জনকে গ্রেফতার করে। পরবর্তীতে বাড়িতে অভিযান চালানোর সময় খবর পেয়ে বাকি ২ জন পালিয়ে যেতে সক্ষম হয় বলে কালিগঞ্জ মাদক দ্রব্য মামলা সূত্রে জানা গেছে।