পড়ো তোমার প্রভুর নামে” যিনি তোমাকে সৃষ্টি করেছেন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর (বটতলা) ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার উদ্যোগে সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর-২৪) সকাল ১১ টায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাওঃ রুহুল আমিন কাছেমী। বিশেষ আলোচক ছিলেন চৌমুহনী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল (অবঃ) মাওঃ আব্দুল কাদের হেলালী, সন্মানিত অতিথি ছিলেন বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউপির প্রাক্তন সফল চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান সাগর, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক (অবঃ) আজিজুর রহমান, চৌমুনী হাস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আহছানউল্ল্যাহ তরফদার, রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারেক, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খাঁ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ আলাউদ্দিন আহমেদ, শিক্ষক মাওঃ ইউনুস আলী, মাওঃ শাকির আহমেদ, মাওঃ মিজানুর রহমান, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী, জনপ্রতিনিধি, অভিভাবক, সাংবাদিক, সুধীজন, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ১০টা থেকে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ্ -নাতে রসুল ও গজল পরিবেশন করে উৎসবমুখর পরিবেশ তৈরী করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফ আলী।