দ্বিতীয় দিনে আইপিএল মেগা নিলাম শুরু হবে বিকেল ৪টায়। যেখানে দল পাওয়ার অপেক্ষায় বাংলাদেশের ১২ ক্রিকেটারসহ ৪৪০জন ক্রিকেটার। এর আগে প্রথম দিনে নিলামে নাম তোলা হয়েছে মোট ৮৪ জনের। যার মধ্যে দল পেয়েছেন ৭২ জন ক্রিকেটার। যে কারণে প্রশ্ন উঠেছে দ্বিতীয় দিনে ৪৪০ জনের সবার নাম তোলা হবে তো নিলামে। শেষ পর্যন্ত দল পাবেন তো বাংলাদেশের ক্রিকেটাররা?
আইপিএলের নিলামের নিয়ম আনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ বাকিদের ডাকা হতে পারে। তবে তার আগে, দলগুলো তাদের ক্রিকেটার কেনার কোটা পূরণ করে ফেললে তার আগেই শেষ হবে নিলাম প্রক্রিয়া।
নিয়মানুযায়ী, ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে গতকাল ৮৪ জনকে নিলামে তোলা হয়েছে। সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে শেষ পর্যন্ত যাওয়ার আগেই যদি দলগুলো তাদের ক্রিকেটার কেনার সর্বোচ্চ ২৫ জনের কোটা পূরণ করে ফেলে তবে শেষ হবে নিলাম।
গতকাল ৭২ জনকে কিনে ফেলায় ও আগে থেকে ৪৬ জন ক্রিকেটারকে ধরে রাখায় সব মিলিয়ে আজ ১৩২জন কে কিনতে পারবেন দলগুলো। অর্থাৎ ৪৪০ জনের মধ্যে দল পাবেন ১৩২ ক্রিকেটার। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা হবে সর্বোচ্চ ৪৬। অর্থাৎ এই কোটা পূরণ হয়ে গেলে শেষ হয়ে যাবে নিলাম।
আর সেটা হওয়ার সম্ভাবনায় বেশি। তাই প্রশ্ন দেখা দিয়েছে দল পাবেন তো বাংলাদেশের ক্রিকেটাররা। নিলামের ক্রম অনুসারে তাদের ডাক পাওয়ার সম্ভাবনায় বা কতটুকু।
ক্রমিক নম্বরে বাংলাদেশিদের মধ্যে সবার আগে রয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের নাম (১৮১)। এরপর লেগ স্পিনার রিশাদ হোসেন (১৮৭)। তাদের ডাক পাওয়ার সম্ভাবনা বেশি। এরপর ৩০০-এর মধ্যে আছেন আর দুজন—উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস (২৪৭) ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয় (২৯৮)। নিলামে তোলা হতে পারে তাদের নাম।
প্রথম ধাপে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ক্রমিক নম্বর ১১৮ থেকে ৫৭৭ নম্বরের মধ্যে থাকা খেলোয়াড়দের ভেতর থেকে তাদের পছন্দের নামগুলো নিলামের সঞ্চালকের কাছে জমা দেবেন। সঞ্চালক মল্লিকা সাগর সেই নামগুলো ডাকতে থাকবেন। এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। এ পর্বে আগে যাদের একবারও ডাকা হয়নি (ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় ছিলেন না) এবং যাদের ডাকা হয়েছে কিন্তু অবিক্রীত রয়ে গেছেন, তাদের তোলা হবে।
তবে এরপর কোটা পূরণ না হলে সুযোগ আসবে বাকিদের। যেখানে সাকিব আল হাসানসহ বাকি ৮ জন আছেন ৪০০-এর ওপারে। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় না থাকলে তাদের বিক্রি হওয়ায় সম্ভাবনা খুব কম।