ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন বৈভব সূর্যবংশী। তাকে দলে ভেড়াতে নিলামে ১ কোটি ১০ লাখ রুপি খরচ করেছে রাজস্থান রয়্যালস।
সোমবার (২৫ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় চলমান আইপিএলের মেগা নিলামে তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান। শেষ পর্যন্ত মোটা অঙ্কের অর্থ খরচ করে তাকে দলে পেয়েছে পিংক সিটির দল।
বিহারের সমস্তিপুরে জন্ম নেওয়া বৈভব রঞ্জি ট্রফি দিয়ে প্রথমে সাড়া জাগিয়েছিলেন। ২০২৩-২৪ মৌসুমে টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হন তিনি। সেসময় তার বয়স ছিল ১২ বছর ২৮৪ দিন।
চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইয়ুথ টেস্ট সিরিজ দিয়ে নজর কাড়েন বৈভব। মাত্র ১৩ বছর ১৮৮ দিন বয়সে ৬২ বলে ১০৪ রানের এক ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটের ১৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কমবয়সি সেঞ্চুরিয়ান বনে যান বৈভব।
এবার আইপিএলেও নিজের মারকুটে ব্যাটিং প্রদর্শনী দেখাতে তৈরি এই কিশোর।