ওইদিন সকাল ৯টায় সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য রুকন সম্মেলন ও দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলনে অংশ নেবেন তিনি।
কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বুধবার (২৭ নভেম্বর) এক ব্রিফিংয়ে বলেন, ৩০ নভেম্বরের কর্মী সম্মেলনে লক্ষাধিক নেতা-কর্মীর সমাবেশ ঘটানো হবে। এজন্য সাতক্ষীরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাতক্ষীরা পৌরসভা ও পরিবহন সেক্টর ও শ্রমিকদের প্রতি সহযোগিতার আহবান জানানো হয়েছে।