সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন: কামরুজ্জামান সভাপতি, রাশি সম্পাদক

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ । ১০:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরা জেলা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা।

সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংবাদিক এম কামরুজ্জামানকে সভাপতি ও রাশেদুজ্জামান রাশিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি শামিমা পারভিন রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উদ্দিন বাবু, কোষাধ্যক্ষ মো: সবুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আসাদুজ্জামান বাবলু, দপ্তর সম্পাদক ডা. মো: শাহিনুর আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. গোলাম মোস্তফা, নিলুফা আক্তার রিতা, শেখ রাজিব, শেখ তানভীর হোসেন, মো: রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা হেলাল, মো: আসাদুল ইসলাম, দোস্ত মাহাবুব, স.ম আবু ওবাইদুল্লাহ ও মো: সাহেব আলী।

সভায় এলপি গ্যাস ব্যবসায়ীদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয় এবং সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন