বিনা পাসে সুন্দরবনে প্রবেশের অভিযোগে আটককৃত ৪৩ জন জেলেকে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে বনবিভাগ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য ঘোষিত হলদেবুনিয়া, নটাবেকী ও পুষ্পকাটি এলাকা থেকে ১০টি জেলে নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিয়ার রহমান বলেন, অপরাধ শিকার ও পরবর্তীতে সুন্দরবনে অপরাধ কর্মে সম্পৃক্ত না হওয়ার মুচলেকা নিয়ে এবং বন আইনে (সিওআর) তিন লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে আটক জেলেদের মুক্তি দেওয়া হয়েছে।