ফ্রান্সের দ্বীপ মায়েত্তোতে শক্তিশালী ঘূর্ণিঝড় চিদোর আঘাতে এক হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দ্বীপটিতে গত শনিবার ঝড়টি আঘাত হানে। ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে, সেখানকার এক বাসিন্দা ঝড়টিকে পারমাণবিক বোমার আঘাতের সঙ্গে তুলনা করেন।
বাড়িঘর-গাছপালার নিচে যারা চাপা পড়েছেন, তাদের উদ্ধারে কাজ করছে ফ্রান্সের সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা।
ঘূর্ণিঝড়টি ভারত মহাসাগরের মায়েত্তো দ্বীপে তাণ্ডব চালিয়ে আফ্রিকা মহাদেশের মোজাম্বিকে আঘাত হানে। মাদাগাস্কারের পশ্চিম দিকে অবস্থিত এ দ্বীপ দুইভাগে বিভক্ত।
৩৭৪ বর্গমাইল আয়তনের দ্বীপটিতে ৩ লাখ ২১ হাজার মানুষের বাস। মূল ভূখণ্ড থেকে অনেক দূরের দ্বীপটি ১৯০৪ সালে অধিগ্রহণ করে ফ্রান্স। সূত্র: সিএনএন