সাতক্ষীরায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ২ বন্ধু নিহত

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ । ৭:২৮ অপরাহ্ণ

সাতক্ষীরা যশোর সড়কে মোটর সাইকেলে ও ড্রাম্পার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সড়কের ছয়ঘরিয়া ইটভাটার মোড়ে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,শহরের মুনজিত পুর এলাকা মৃত জামাল সরদারের ছেলে আল হেলাল জয়(১৮) ও মাছ খোলা এলাকার মো.হাবিবুল্লাহের ছেলে শিহাব(১৯)।

প্রতক্ষদর্শীর জানান, বেলা ৩টার দিকে দুই বন্ধু একটি ইয়ামা এফ জেড ভার্শন -২মোটর সাইকেলযোগে কলারোয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছয়ঘরিয়ার ইটভাটামোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সাথে মুুখোমুখি সংঘর্ষ হয়।এতে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় দুই বন্ধু। ওই সময় চালক ও হেলপারকে স্থানীয়রা আটক করলে কৌশালে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মরাদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)শামিনুল হক জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক এবং হেলাপার পালিয়েছে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন