হার্ট অ্যাটাক নাকি কার্ডিয়াক অ্যারেস্ট, বুঝবেন যেভাবে

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪ । ১০:২১ অপরাহ্ণ

বর্তমানে বয়স ৪০ যেতে না যেতেই হার্টের সমস্যার শিকার হন অনেকেই। মূলত অনিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা অস্বাস্থ্যকর খাদ্য অভাসের কারণেই এ সমস্যা দেখা দেয়। শুধু তাই নয় হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটনা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। হার্ট সম্পর্কিত রোগগুলোর মধ্যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্টের মতো সমস্যাগুলো প্রায় একই রকম শোনায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্ব জুড়ে প্রতি বছর প্রায় ১৭.৯ মিলিয়ন মানুষের মৃত্যু হচ্ছে। যার মধ্যে রয়েছে কম বয়সের মানুষও। মূলত, বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যার প্রধান কারণ হিসেবে মনে করা হয়েছে অনিয়ন্ত্রিত লাইফস্টাইলকে।

অনেকেই আবার হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্টকে এক মনে করেন। যদিও দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস, চলুন জেনে নেওয়া যাক কার্ডিয়াক অ্যারেস্ট এবং হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী-

হার্ট অ্যাটাক হলো-

হার্ট অ্যাটাককে মায়োকার্ডিয়াল ইনফার্কশনও বলা হয়। এটি রক্ত সঞ্চালনে উদ্ভূত একটি সমস্যা। হার্টে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে তাকে হার্ট অ্যাটাক বলে। হার্টে রক্ত সরবরাহকারী ধমনী ব্লক হয়ে যায়, যার ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হার্টে পৌঁছাতে পারে না।

হার্ট অ্যাটাক কিছু উপসর্গ রয়েছে যা হল- বুকে ব্যথা, বমি বমি ভাব, ঘাম, শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি।

কার্ডিয়াক অ্যারেস্ট হলো-

হৃৎপিণ্ড হঠাৎ শরীরে রক্ত সরবরাহ করা বন্ধ করে দেয়। হৃৎপিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দিলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছতে পারে না। শ্বাসকষ্ট শুরু হয়, শেষ পর্যন্ত সংজ্ঞা হারান রোগী। শারীরিক এই অবস্থাকেই কার্ডিয়াক অ্যারেস্ট বলে। অনেকেই জন্মগত হার্টের সমস্যা থাকলেও কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার ঝুঁকি থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে।

কার্ডিয়াক অ্যারেস্ট কিছু উপসর্গ রয়েছে যা হলো-অজ্ঞান হয়ে যাওয়া, সাড়া না দেওয়া, অস্বাভাবিক শ্বাস-প্রশ্বাস, মুখ নীল হয়ে যাওয়া, নাড়ি কম হওয়া ইত্যাদি। এই ধরনের পরিস্থিতিতে অবিলম্বে সিপিআর, হাসপাতাল এবং বিশেষজ্ঞদের প্রয়োজন হয়।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন