শ্যামনগরে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ২

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ । ৭:৪৮ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে জাকারিয়া হাসান (২৬) ও মাসুম বিল্লাহ (২৩) নামে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা।

এর আগে রোববার রাত ১টার দিকে উপজেলার গোমানতলী এলাকার একটি চিংড়ি ঘের থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় অপহরণকারীদের নিকট থেকে এক জিম্মি (২১) নারীকে উদ্ধার করা হয়।

জাকারিয়া ও মাসুম শ্যামনগর উপজেলা সদরের মাজাট গ্রামের জান্নাতুল খাঁ ও গোলাম মোস্তফার ছেলে।

রোববার সন্ধ্যায় খালুর বাড়ির সামনের রাস্তা থেকে সাত/আটজন বখাটে ঐ নারীকে তুলে নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, ওই নারী শ্যামনগরের রামজীবনপুরে খালুর বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বের হওয়ার সুযোগে সাকিব, জাকারিয়া ও মাসুমের নেতৃত্বে সাত/আটজন তাকে তুলে নিয়ে যায়।

একপর্যায়ে ঐ নারীর মোবাইল নম্বর ব্যবহার করে তারা পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানতে পেরে পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপহরণকারীদের আটকসহ জিম্মি নারীকে উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতোমধ্যে ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত সাত/আটজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক সাকিবসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত দুইজনকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন