নওগাঁর বস্তাবর সীমান্তের পর এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা প্রতিবাদ জানালে বিএসএফ কাজ বন্ধ রাখে। গতকাল শুক্রবার বিকেলে হওয়া এ ঘটনার পর মুন্সিপাড়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, গতকাল দুপুরে মুন্সিপাড়া সীমান্তের ডিএএমপি ৮/৪১ নম্বর পিলার লাগোয়া শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেন দেশটির রাণীনগর ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিজিবি সদস্য বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার তীব্র প্রতিবাদ জানান এবং বাধা দেন। বিজিবির প্রতিবাদের মুখে এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ রেখে চলে যান। দহগাম ইউনিয়নের স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম জানান, গতকাল বিকেলে সীমান্তের শূন্যরেখা বরাবর আধ কিলোমিটার এলাকায় বিএসএফের আনুমানিক তিন ফিট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপনের খবর শুনে সাধারণ মানুষ সেখানে উপস্থিত হন। প্রথমে তারা বাধা উপেক্ষা করার চেষ্টা করেছে। এরপর বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ রাখে।
রংপুর ৫১ বিজিবির পানবাড়ি কোম্পানি কমান্ডার জামিল আহমেদ বলেন, আমাদের টহল দল সার্বক্ষণিকভাবে সীমান্তে অবস্থান ও নজরদারি বাড়িয়েছে।
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড়শ গজের মধ্যে উভয় দেশ কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম নেই। এর আগে গত বুধবার আলোচনা ছাড়াই নওগাঁর বস্তাবর সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তীব্র প্রতিবাদে বিএসএফ সদস্যরা ফিরে যান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় বিএসএফের কাঁটাতারের বেড়া ও রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। টানা চতুর্থবারের মতো গত বুধবার বিজিবি-বিএসএফের বৈঠকের পর অনুমতি ছাড়া সীমান্তে বেড়া ও রাস্তা নির্মাণ করবে না বলে সম্মত হয়েছে বিএসএফ। তবে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে, চলছে নিয়মিত টহল।
তবে সীমান্তের বাংলাদেশ অংশের কিছু দূরে গতকাল উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সীমান্ত এলাকায় ভিড় এড়াতে কাজ করছেন বিজিবি সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। সীমান্তে আপাতত বিএসএফ রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত হয়েছে। সীমান্তে সতর্কভাবে বিজিবি নিয়মিত টহল পরিচালনা করছে।