নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার নির্দেশ দিলেন মন্ত্রী পরিষদ সচিব

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ । ১১:০১ অপরাহ্ণ

সুন্দরবনঘেষা শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরার উপকূল রক্ষা বাঁধ নির্মাণ মেগা প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ। এ সময় তিনি নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল চার দিকে উপকূলবর্তী গাবুরা এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ পর্যবেক্ষণ করেন তিনি।

এর আগে তিনি সড়ক পথে সাতক্ষীরা থেকে শ্যামনগরের আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছান।

গাবুরার চারপাশ ঘিরে চলমান মেগা প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি বিভিন্ন পয়েন্টে তৈরী ব্লকের গুণগত মানসহ কার্যক্রমের নানাবিধ বিষয়ে জানতে চান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, ডিআইজি মোঃ রেজাউল হক, পাউবোর প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, পাউবো সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আব্দুল্লাহ রিফাত প্রমুখ।

গাবুরাকে ঘিরে থাকা নির্মাণাধীন ২৯ কিলোমিটারের বাঁধের কাজ পরিদর্শনকালে তিনি চলমান মেগা প্রকল্পের মান রক্ষার বিষয়ে সকলকে সতর্ক করেন। এছাড়া কাজের গতি বাড়িয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্নের তাগিদ দেন।

উল্লেখ্য, এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় তিন বছর আগে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চারপাশে টেকসই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। সমগ্র এলাকাকে ৪৮টি প্যাকেজে বিভক্ত করে কাজ শুরু হলেও কয়েকটি প্যাকেজের কাজ অদ্যাবধি শুরু হয়নি। এছাড়া কাজের ধীরগতির কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে গাবুরায় বসবসারত প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠীকে মারাত্মক ভাঙন আতংকে থাকতে হয়।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন