ভিমরুলের কামড়ে প্রাণ গেলো কৃষকের

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ । ৮:১৪ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে ভিমরুলের কামড়ে সামছুর গাজী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালি গ্রামে এই ঘটনাটি ঘটে। সামছুর গাজী (৫০) ওই গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।

নিহতের চাচাতো ভাই আজু গাজী ও স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান জানান, সামছুর গাজী বৃহস্পতিবার বিকালে তার বাড়ির পাশে বাগানে কাজ করছিলেন। এসময় তার বাগানের মধ্যে একটি গাছে ভিমরুলের চাক (বাসা) ছিলো। অসাবধানতাবশত ওই গাছে তিনি হাত দিলে হঠাৎ করে চাক থেকে অসংখ্য ভীমরুল বেরিয়ে এসে তার সারা শরীরে কামড় দেয়। এরপর তিনি বাড়ি ফিরে গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হন। যদিও চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, তবে, তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে যাননি। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন