কয়রায় লোকালয় থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ । ৬:১৬ অপরাহ্ণ

খুলনার কয়রায় আবারো ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

রবিবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মহেশ্বীপুর গ্রামের সামাদ গাজীর বাড়ির পিছনে অজগরটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সুন্দরবন খুলনা রেঞ্জের কয়রা টহল ফাঁড়িতে খবর দিলে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি স্থানীয় জনপ্রতিনিধি, সিপিজি সদস্য, ভিটিআরটি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর ৬নং কয়রা শ্মশান মন্দির মাঠ থেকে একটি অজগর সাপ উদ্ধার হয়েছিল।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন