আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিরা বিভিন্ন মামলার তালিকাভুক্ত পলাতক আসামি। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের কয়েকজন বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরাসরি হামলার সঙ্গে জড়িত। তাদের মধ্যে ৬ ইউপি সদস্যও রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৯ মামলার এজাহারনামীয় আসামি কদমতলী ৫২নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রুহুল আমিনকে শনিবার রাত ৩টার দিকে মুরাদপুর মাদ্রাসা রোড এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এদিকে উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে আমির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতাররা হলেন তুরাগ থানা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয় সম্পাদক আহাম্মদ আলী, উত্তরা মডেল টাউনের পাঁচ নং ইউনিট কমিটির সহ-সভাপতি সুভাষ চন্দ্র ও উত্তরা পশ্চিম থানার যুবলীগ নেতা শফিকুল ওরফে শরীফ ওরফে শাওন।
নাটোর, সিংড়া ও লালপুর : নাটোরে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান গনি, নলডাঙ্গা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়মী লীগের সিনিয়র সহসভাপতি সাহেব আলী। পুলিশ জানায়, ২৪ ঘণ্টায় নাটোর সদরে ১৮, সিংড়ায় ৫, লালপুরে ৪, নলডাঙ্গা ও বাগাতিপাড়ায় দুইজন করে এবং বড়াইগ্রাম ও গুরুদাসপুরে একজন করে ৩৩ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত সহকারী (পিএ) বিপুল কুমার সরকারসহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা ও মহানগর পুলিশের মিডিয়া উইং রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে। তাদের মধ্যে জেলায় ১০ জন এবং মহানগরীতে ১৪ জন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাকারী জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দর রব মাহবুবসহ ৩ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার খোকসায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খোকসা পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ব্যারিস্টারসহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে নাশকতা মামলায় শনিবার রাতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান এবং ছাত্রলীগের কাশিমপুর ইউনিয়ন কমিটির সহসভাপতি সাগর হোসেন।
হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটে শনিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
দিরাই (সুনামগঞ্জ) : সুনামগঞ্জ সদর থানায় একটি মামলায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার (হাফিজুর মাস্টার)-সহ দুইজনকে আটক করেছে পুলিশ।
ভেড়ামারা (কুষ্টিয়া) : কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুল আলম লালু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি এবং ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ।
বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞানবিষয়ক সম্পাদক আলী আহমদ চৌধুরী জাহিদসহ ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের তারাকান্দায় ৫ ইউপি সদস্যকে যৌথ বাহিনী আটক করেছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বালিখা ইউপি চেয়ারম্যান শামছুল আলমের বাড়ি থেকে রোববার তাদের আটক করা হয়। তারা হলেন বালিখা ইউনিয়ন যুবলীগ সভাপতি ইউপি সদস্য ফয়সাল আহমেদ সফির, ইউপি সদস্য নজরুল ইসলাম, নুরুল আমিন সরকার, শফিকুল ইসলাম ও হামিদুল হক।
দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কৃষ্ণপুর এলাকার বাসিন্দা খাজা মিয়াকে শনিবার রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ আটক করেছে।
ধামরাই (ঢাকা) : বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে শহিদ কলেজছাত্র মো. আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন-৭নং গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. হাজী মোহাম্মদ আব্দুল মান্নান, কুল্লা ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবুল বাশার ও রোয়াল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে ছাত্রলীগের সাবেক তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহর ও উলিপুর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুরের ভাঙ্গায় আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিমকে গ্রেফতার করে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।