ফুটবল মাঠে ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ৫:১৩ অপরাহ্ণ

ফুটবল মাঠে ফিলিস্তিনের পতাকা নিষিদ্ধ করেছে ফ্রান্স। বৃহস্পতিবারের (১৪ নভেম্বর) ফ্রান্স-ইসরায়েল ম্যাচে কেউ ফিলিস্তিনের পতাকা সঙ্গে রাখতে পারবেন না।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরোপা লিগের ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্সের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ফ্রান্স কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

আসন্ন ফ্রান্স-ইসরায়েল ম্যাচটি প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলী সেন্ট-ডেনিসের স্ট্যাড ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্যারিস কর্তৃপক্ষ বলেছে, শুধু ফরাসি ও ইসরায়েলি পতাকা এবং দলগুলোর সমর্থনে লেখা প্ল্যাকার্ড আনা যাবে। স্টেডিয়ামগুলো রাজনৈতিক বার্তা প্রচারের কোনো জায়গা নয়। ফ্রান্সের এটিই আইন।

ম্যাচের দিন স্ট্যাড ডি ফ্রান্সের নিরাপত্তা কর্মীরা স্টেডিয়ামের চারপাশে কয়েক স্তরের চেকপোস্ট বসাবে। তারা প্রত্যেক দর্শককের পুরো দেহ তল্লাশি এবং আইডি কার্ড যাচাই করবেন। কেউ দেহ তল্লাশির অনুমতি না দিলে তাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।

এ ছাড়া ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে সাদা পোশাকের পুলিশ টহল দেবে। অপরদিকে পোশাক পরিহিত নিরাপত্তা কর্মকর্তারা মাঠের সাইড লাইনে অবস্থান নেবেন। বিশেষ পুলিশ দল ও দাঙ্গা নিয়ন্ত্রণের বাহিনী ইসরায়েলি ফুটবল খেলোয়াড়দের নিরাপত্তা দেবে।

ম্যাচের দিন স্টেডিয়ামের চারপাশের নিরাপত্তা এলাকায় প্রবেশের জন্যও অ্যাক্রেডিটেশনের প্রয়োজন হবে। সমর্থকদের স্টেডিয়ামে ব্যাগ বা বোতল না আনতে বলা হয়েছে এবং ম্যাচের আগে আশপাশের দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

ওই দিন রাজধানী এবং সেন্ট-ডেনিসে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া স্টেডিয়ামের ১ হাজার ৪০০ কর্মীও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ইমানুয়েল মাখোঁ ওই ম্যাচে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। সব কিছু ঠিক থাকলে তিনি মাঠে থেকে খেলা ‍উপভোগ করবেন। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের নাগরিকদের এই ম্যাচে অংশগ্রহণ না করার পরামর্শ দিয়েছে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন