বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ । ৬:২৬ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর বাজারে সিন্ডিকেট ভাঙতে বিনা লাভের দোকান দিয়েছে শ্যামনগর ক্যাটারিং সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান। কাঁচা বাজারের ঊর্ধ্বগতি রোধে কিছুটা স্বস্তি ফেরাতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

উপজেলার নকিপুর কাঁচাবাজারে শুকরিয়া প্লাজার সামনে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বসবে এই দোকান।

এই সবজির দোকানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬২ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, ডিম প্রতি পিস (লাল) সাড়ে ১১ টাকা, লাউ প্রতি পিস ৩০ টাকা, পুঁইশাক ১৫ টাকা, পালং শাক ১০ টাকা ও লাল শাক ১০ টাকা তাড়ি, বরবটি ৩০ টাকা ও কচুরমুখি ৪০ টাকা কেজি।

শ্যামনগর পৌরসভা এলাকার গোলাম হোসেন বলেন, আজ এখান থেকে সবজি বাজার করলাম। বাজারের চেয়ে প্রতিটি জিনিসের দাম ৫-১০ টাকা করে কম। এখন বাজার করলে এখান থেকেই করবো।

ইউনুস হুসাইন, হারুন অর রশিদ, ফিরোজ হোসেন, মাসুম বিল্লাহ ও সবুজ নামে ওই প্রতিষ্ঠানের সদস্যরা জানান, শীতকালীন বিভিন্ন শাক সবজি বাজারে সরবরাহ হলেও দাম কিন্তু একনো বেশি আছে। তাই আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে ওই দামেই বিক্রি করছি যাতে সাধারণ মানুষজন কিছুটা স্বস্তি পায়।

শ্যামনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক আব্দুর রশিদ নান্টু জানান, বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি। উদাহরণ স্বরূপ আমরা বিনা লাভে সবজির দোকান চালু করেছি। তা দেখে যেন ব্যবসায়ীরা উদ্বুদ্ধ হয়। এখন আমরা স্বল্প পরিসরে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) বিক্রি করছে। তবে এটা আমরা আরো দুই দিন বা তিন দিন বাড়ানোর পরিকল্পনা করছি।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন