ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী-নারী মাদকসেবীদের মানসিক স্বাস্থ্য ও অধিকার সহায়তা নিশ্চিতে প্রশিক্ষণ

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ । ৪:৫৮ অপরাহ্ণ

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী-নারী মাদকসেবীদের মানসিক স্বাস্থ্য ও অধিকার সহায়তা নিশ্চিত করতে প্রকল্প কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের প্রশিক্ষণ কেন্দ্রে গত ১২ নভেম্বর শুরু হয়ে আজ ১৪ নভেম্বর এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের তত্ত্বাবধানে পরিচালিত “ভিভ হেলথ কেয়ার পজিটিভ একশন” প্রকল্পের মাঠকর্মীদের জন্য নারী মাদকসেবীদের এইচআইভি-এইডস্ এর ঝুঁকি হ্রাসকরনের মাধ্যমে জীবন মান উন্নয়নে মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিতকরণে প্রকল্পের কর্ম এলাকা দেশের ৭টি জেলার ৮টি সেন্টারের মাঠকর্মীদের তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কাযর্ক্রমের সমাপনী অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, নারী মাকদাসক্তিদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদেরকে তাদের পরিবেশ অনুসারে মানসিক সেবা প্রদানের বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণ শেষে কর্মক্ষেত্রে এই লব্ধজ্ঞান চর্চার মাধ্যমে কেপিদের সেবা নিশ্চিত করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের অনুরোধ জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের এইচআইভি এইডস কাযর্ক্রমের সহকারী লাইন ডিরেক্টর ডাঃ জোবাইদা নাসরিন মাঠ পর্যায়ের চাহিদা অনুযায়ী এইচআইভি/এইডস আক্রান্তদের জন্য সম্ভাব্য সকল রকম সহায়তা করার আশ্বাস দেন।

ডাঃ মেরী গ্লোরিয়া রোজারিও এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের চিপ অব পার্টি রওনাক খান, টেকনিক্যাল এডভাইজার এজাজুল ইসলাম চৌধুরী, সিনিয়ন ম্যানেজার সালিমা সুলতানা, ভিভ প্রকল্পের মিল অফিসার সাদী সামী। প্রকল্পটিতে কৌশলগত পার্টনার সেক্স ওয়ার্কাস নেটওয়ার্ক (এসডাব্লিউএন) অব বাংলাদেশের সেক্রেটারী নিলুফা।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন