সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালামকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ১৪ নভেম্বর এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকে উপজেলার বুড়িগোয়ালীনি ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটে। এতে নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম।

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ । ৩:২২ অপরাহ্ণ