তৈলাক্ত ত্বকে মধু কেন মাখবেন

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ । ৭:৪১ পূর্বাহ্ণ

তৈলাক্ত ত্বকে যা খুশি তা ব্যবহার করা যায় না। যেকোনো উপাদান কিংবা পণ্য ব্যবহারের আগে পাঁচ বার ভাবতে হয়। কেননা এ ধরনের ত্বকে সব উপাদান মানায় না। অল্পতেই ব্রণ-র্যা শ ওঠে। তেলতেলে ভাব বেড়ে যায়। ত্বক অত্যধিক পরিমাণে সিবাম উৎপন্ন করে বলেই এমনটা হয়ে থাকে।

রূপবিশেষজ্ঞরা বলছেন, ব্রণ ও অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করার জন্য ত্বকের উপর মধু মাখতে পারেন। এই প্রাকৃতিক উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

তৈলাক্ত ত্বকে মধুর উপকারিতা
মধু ত্বকের জন্য ভীষণ উপকারী। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। মধু ত্বকের উপরিভাগে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং ব্রেকআউটের ঝুঁকি কমায়। পাশাপাশি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকি মধু মাখলে ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।

মধু ব্যবহার করবেন যেভাবে

মধু ও ওটসের ফেসপ্যাক: ১ কাপ মধুর সঙ্গে ১/৪ কাপ ওটস ও ১ চামচ গরম জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধোয়ার সময় আলতোভাবে ত্বক স্ক্রাব করুন। এতে মৃত কোষ উঠে যাবে।

মধু ও লেবুর রসের টোনার: ১ চামচ মধুর সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি তুলোর বলের সাহায্যে মুখে লাগান। এরপর আঙুলের সাহায্যে ত্বক ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করবে এবং পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখবে।

মধু ও দারুচিনির প্যাক: ব্রণের জ্বালা কমাতে এ প্যাক কার্যকরী। ১ চামচ মধুর সঙ্গে ১/২ চামচ দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। প্রথমে ত্বক ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর এই ফেসপ্যাক ত্বকে লাগান। ১৫-২০ মিনিট পর শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন