তামিমের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি বাংলাদেশের

সুন্দরবন নিউজ২৪ /স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ । ৪:০৮ অপরাহ্ণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পুঁজি ৯ উইকেটে ২২৮। এই পুঁজিও হতো না যদি না অধিনায়ক আজিজুল হাকিম তামিম সেঞ্চুরি হাঁকাতেন।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এমন বাজে শুরুর পর আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। ফিফটি করে কালাম বিদায় নিলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন তামিম।

১১০ বলে ৬৬ রান করে কালাম ফিরলেও সেঞ্চুরি আদায় করে নেন তামিম। শুরুতে দেখে-শুনে খেলার পর পরিস্থিতি বুঝে গিয়ের পরিবর্তন করেন তিনি। ছক্কা মেরে স্পর্শ করেছেন সেঞ্চুরি। এই মাইলফলক ছুঁতে অধিনায়ক খরচ করেছেন ১৩২ বল। শেষ পর্যন্ত ১৩৩ বলে ১০৩ রান এসেছে তার ব্যাট থেকে।

তামিমের বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেনি। ফলে ফিনিশিংটা ভালো হয়নি বাংলাদেশের। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন