আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ, বয়ে যাবে ৫ বিভাগের ওপর

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ । ৫:০৮ অপরাহ্ণ

নভেম্বরের এক সপ্তাহ পেরোতেই নিজের আগমনী জানান দিচ্ছে শীত। দ্বিতীয় সপ্তাহর পর থেকে ক্রমেই কমছে তাপমাত্রা, ছোট হয়ে আসছে দিন। মাসের শেষদিকে এসে অনুভূত হচ্ছে হালকা হালকা শীত। অবশ্য, দেশের কোথাও এখন পর্যন্ত শীত জেঁকে বসেনি। তবে, আবহাওয়া অধিদপ্তর বলছে, অচিরেই শুরু হতে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আর মৌসুমের প্রথম এ শৈত্যপ্রবাহ টের পাবে দেশের পাঁচটি বিভাগের মানুষ।

পূর্বাভাসে বলা হচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার (৩০ নভেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের আগামী ১৫ দিনের আবহাওয়া বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

তার মতে, এখন পর্যন্ত তাপমাত্রা যে পর্যায়ে আছে, তাতে আগামী এক সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা নেই। শনিবার তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের তাপমাত্রা রয়েছে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। আগামী ১৫ ডিসেম্বরের কাছাকাছি সময়ে মৃদু একটা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ আবহাওয়াবিদ বলেন, দেশে শৈত্যপ্রবাহের প্রথম ধাক্কাটা লাগে মূলত রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শৈত্যপ্রবাহ একটু পরে আসে। সে হিসেবে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় এ পাঁচ বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আর মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

পূর্বাভাস বলছে, আগামী ১৫ দিনের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে থাকবে।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন