এশিয়া কাপে ভারতকে হারিয়ে পাকিস্তানের শুভসূচনা

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪ । ৮:৪২ অপরাহ্ণ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচে ঠিক উত্তাপ টের পাওয়া গেল না। ম্যাচটিতে অনেকটা হেসেখেলেই ভারতকে ৪৩ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাকিস্তানি যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলে। এর মধ্যে ১৫৯ রান-ই আসে ওপেনার শাহজাইব খানের ব্যাটে।

২৮২ রান তাড়া করতে নেমে ৪৭.১ ওভারে ২৩৮ রানে অলআউট হয়েছে ভারতীয় যুবারা। তাদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেছেন নিখিল কুমার।

টস জিতে আগে ব্যাট করতে নামা পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার শাহজাইব ও উসমান খান। তাদের উদ্বোধনী জুটিতে পাকিস্তান পেয়ে যায় ১৬০ রান। ৯৪ বলে ৬০ রান করা উসমানের বিদায়ে ভাঙে সেই জুটি।

তবে শাহজাইব দমে যাননি। ১৪৭ বলে ৫ চার ও তার দ্বিগুণসংখ্যক ছক্কায় ১৫৯ রানে থেমেছেন তিনি।

তাদের ইনিংস দুটিতে চড়েই ২৮১ রান পর্যন্ত পৌঁছায় পাকিস্তান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সমর্থ নাগারাজ, এ ছাড়া আয়ুশ মহাত্রে নেন ২ উইকেট।

২৮২ রান তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যেই ২ উইকেট হারায় ভারতীয় যুবারা। শুরুতেই খেই হারানো ভারত আর ছন্দ খুঁজে পায়নি। আন্দ্রে সিদ্ধার্থ (১৫), মোহামেদ আমান (১৬), কিরণ চোরমালে (২০) ও হারভানশ সিংরা (২৬) থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। এর মধ্য সর্বোচ্চ ৬৭ রান করে যা একটু লড়াই করেছিলেন নিখিল।

শেষদিকে পাকিস্তানি বোলারদের মাঝে আতঙ্ক ছড়িয়েছেন মোহামেদ ইনান। শেষ উইকেটে নেমে ২২ বলে ২টি করে চার-ছক্কায় তিনি ৩০ রান করেন। তবে ইনান রানআউট হতেই ২৩৮ রানে থামে ভারতের ইনিংস।

এতে জয় দিয়ে এশিয়া কাপ শুরু হলো পাকিস্তানের। দলটির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আলি রাজা। এ ছাড়া আবদুল সোবহান ও ফাহাম-উল-হক নেন দুটি করে উইকেট।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন