বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে নিয়ে সমালোচনা যেন থামছেই না। এরই মাঝে নতুন করে কার সঙ্গে ভাইরাল হলো আরাধ্যার মায়ের ছবি। কার বাহুলগ্না হলেন অভিনেত্রী?
বেশ কিছু দিন ধরেই চলছে অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যকার বিচ্ছেদের সমালোচনা। সবাইকে অবাক করে দিয়েছে এ তারকা দম্পতি। এত সমালোচনার মাঝেও তারা মুখে কুলুপ এঁটেছেন। প্রতিদিন যেন নতুন নতুন খবর ছড়াচ্ছে বাজারে। কয়েক দিন আগেই দুবাইয়ের অনুষ্ঠানে দেখা যায় টাইটেল কার্ডে অভিনেত্রীর নাম শুধুই ঐশ্বরিয়া রাই। বিয়ের পর থেকে আরাধ্যার মা বরাবরই ব্যবহার করে এসেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
এদিকে রোববার ছুটির দিন সকাল সকাল ভাইরাল হয়েছে একটি সেলফি। যেখানে তাকে এক পুরুষের সঙ্গে গালে গাল ঠেকিয়ে ছবি তুলতে দেখা গেছে। স্বভাবতই যেখানে ডিভোর্সের সমালোচনা বাড়ছে, সেখানে এ রকম একটি ছবি দেখে অনেকেই অবাক হয়েছেন। তবে এই সুপুরুষের সঙ্গে অনেক দিনের চেনাজানা ঐশ্বরিয়ার। কীভাবে চেনেন দুজনে একে-অপরকে?
ঐশ্বরিয়ার সঙ্গে থাকা এই পুরুষটি হলেন বিখ্যাত সেলিব্রিটি মেকআপ শিল্পী অ্যাড্রিয়ান জেকবস। অ্যাড্রিয়ান নিজস্ব অ্যাকাউন্টে রাই সুন্দরীর সঙ্গে সেলফিটি শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন—কর্মক্ষেত্রে একটি সুন্দর দিন @aishwaryaraibachchan_arb’, যা দেখে মনে করা হচ্ছে, কাজে ফিরেছেন বচ্চন-বধূ। শেষ তাকে দেখা গেছে পন্নিয়ান সেলভান ২-তে।