প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। ১১ সদস্যের কমিশনের বৈঠক শেষে জানা গেছে, ক্যাডার ও জেলাপ্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন।
রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিশনের প্রধান এসব কথা বলেন।
এসি ল্যান্ড, রেজিস্ট্রি অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। তিনি বলেন, এখনও সেখানে ঘুষ দিচ্ছে নিচ্ছে পরিস্থিতি।
রাজধানীর বাইরে বিভিন্ন জেলায় সরকারি অফিসে সেবা কেমন হওয়া উচিত এবং তাদের অভিজ্ঞতা জানতে গণশুনানি করে কমিশন। সাধারণ মানুষের মতামত ও চাওয়ার ভিত্তিতে প্রশাসনের পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে বলেও জানানো হয়।
এর আগে ২৪ অক্টোবর বৃহস্পতিবার গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।