আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা; প্রতিবাদে ভোমরা বন্দরের জিরো পয়েন্টে বিক্ষোভ

সুন্দরবন নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ । ৬:৫৪ অপরাহ্ণ

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরায় বিক্ষোভ ও লংমার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থল বন্দরের শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে জিরো পয়েন্ট অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করে তারা। এসময় জিরো পয়েন্টে পৌঁছে ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামী না আজাদী? আজাদী আজাদী’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ভারত কর্তৃক আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা ও বাংলাদেশি হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারিক ইসলাম, সিয়াম হোসেন, সুহাইল মাহদীন (সাদী), ওলিউল্লাহ ওমর, তাসনিম রাহাত, আল শাহারিয়ার রুমন, নাজমুল হাসান প্রমুখ।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন