বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার নেই ভারতের: জামায়াত

সুন্দরবন নিউজ ২৪ /ন্যাশনাল ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ । ৭:০৫ অপরাহ্ণ

কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতের, বাংলাদেশের নিয়ে কথা বলার অধিকার থাকতে পারে না বলে মনে করে জামায়াতে ইসলামী। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার নিন্দা প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বিবৃতিতে এ কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

হাইকমিশনে হামলা ও পতাকায় আগুনকে ভিয়েনা কনভেনশন, কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী আখ্যা দিয়ে গোলাম পরওয়ার বলেছেন, ভারত প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক-সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি একদম পছন্দ করে না। জনগণকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, সুদৃঢ় জাতীয় ঐক্যই বিদেশী আগ্রাসন রুখে দিতে পারে।

গত সোমবারের হামলাকে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্টে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে জামায়াত মনে করে- এ মন্তব্য করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’- বাংলাদেশের নীতির কথা উল্লেখ করে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে।

বাংলাদেশি কূটনৈতিকদের এবং মিশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভাতের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন