সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা- ৭৬৪) ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে মোস্তফা-মজনু পরিষদের প্যানেল পরিচিতি ও শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নারিকেলতলাস্থ শ্রমিক ইউনিয়ন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোস্তফা-মজনু পরিষদের সভাপতি প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদল নেতা আলী শাহীন, পৌর বিএনপির নেতা মো. জিয়াউর রহমান মিশন ও যুবদল নেতা মামুন রানা সবুজ।
এসময় আরো বক্তব্য রাখেন, মোস্তফা-মজনু পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মজনু সরদার, সহ-সভাপতি প্রার্থী রেজাউল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল সালাম, সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী মো. বাবলু রহমান, স্বতন্ত্র সভাপতি প্রার্থী মো. আমিনুর রহমান, স্বতন্ত্র সহ-সভাপতি প্রার্থী মো. মামুন শেখ, স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী কাজী আহাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির নেতা আবিদুর রহমান মুন্না।