বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দল। এর আগে, সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মনিরপেক্ষ দাবি করলেও ভারত কট্টর হিন্দুত্ববাদ ধারন করেছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা শেখ হাসিনাকে ফেরাতে ভারত যা করছে তা সরাসরি আগ্রাসন।
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করে। সকাল টার দিকে নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিল নিয়ে স্মরকলিপি দিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু হয়।
কোন বাধা বিপত্তি ছাড়াই মিছিলটি কাররাইল, মালিবাগ, মৌচাক মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা বাজারে পৌছায় । সেখানে থেকে রামপুরা ব্রিজে গিয়ে পড়ে পুলিশী বাধায় ।
সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে পদযাত্রা শেষ করে যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে একটি প্রতিনিধি দল আরো এগিয়ে গিয়ে ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মরকলিপির জমা দেয়।
পদযাত্রা শুরুর আগে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা ভারতের বর্তমান সরকারের বাংলাদেশের অভ্যন্তরিন রাজনীতিতে নাক গলাতে চায় বলে অভিযোগ করেন। তারা বলেন, পতিত ফ্যাসিস্ট কে তাদের দেশে আশ্রয় দিয়ে তারা দেশের আঠারো কোটি মানুষের সাথে আবেগকে আবমাননা করছে।
সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিমুহূর্তে প্রতিবেশী দেশে বসে ফ্যাসিবাদ নাশকতার বিভিন্ন চেষ্টা করছে ।
স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের অখণ্ডতা বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বানও জানান তিন সংগঠনের নেতারা ।