সাতক্ষীরায় ১০জনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান

সুন্দরবন নিউজ২৪ ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ । ৮:১৩ অপরাহ্ণ

বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে শ্রেষ্ঠ দশ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।

স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, নারী নেত্রী খুরশিদ জাহান শিলা, জোৎস্না দত্ত, লিলি খাতুন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন, শাকিবুর রহমান বাবলা, ফারহা দিবা খান সাথী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, আফরোজা খাতুন, নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, জুলেখা খাতুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, নুরুন্নাহার ও স্বর্ণলতা পাল।

সম্পাদক: আলহাজ্ব আকবর কবীর, মোবা: +৮৮০১৭১২-৩৩৩৬২৩, +৮৮০১৭১১-৩৮১২৯০, বিজ্ঞাপন : +৮৮০১৯৭২-৩৩৩৬২৩, ঠিকানা: ঢাকা, বাংলাদেশ। ই-মেইল: akborkabir9@gmail.com

প্রিন্ট করুন