আদর্শ গ্রাম ঘোষণা দিয়ে নয়, আমাদের এমন কাজ করতে হবে যাতে নিজে নিজেই গ্রাম আদর্শ হিসেবে স্বীকৃতি পায়। মাঝ পারুলিয়া গ্রামে এখন থেকে কোন প্রকার সুবিধা অসুবিধা হলে আইন বা প্রশাসনকে অবহিত না করে নিজেরাই সমাধান করবেন। মানুষের সুখে দুঃখে একে অপরের পাশে দাড়াতে হবে। কেউ অসুবিধায় পড়লে তাকে না ফেলে রেখে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তবেই মাঝ পারুলিয়া গ্রাম আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়ে বাস্তাবায়িত পাবে। শুক্রবার বিকাল ৩টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাঝ পারুলিয়া গ্রামবাসীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন এবং মাঝ পারুলিয়া গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব শফিকুল আহমেদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ হজরত আলী, সাবেক জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, সরকারি কেবিএ কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরমোহাম্মাদ সহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।