বন্যপ্রাণী পাচারের ক্রাইম রুট এখন বাংলাদেশ
বাংলাদেশ এ মুহূর্তে বন্যপ্রাণী পাচারের ‘ক্রাইম করিডর’-এ পরিণত হয়েছে। দেশে বন্যপ্রাণী বেচাকেনার নেটওয়ার্ক এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয়। বন্যপ্রাণী পাচারের ক্ষেত্রে যেমন শক্তিশালী সিন্ডিকেট আছে আবার ব্যক্তি উদ্যোগেও অনেকে এই অপরাধ করছেন। বিশ্বে মাদক ও মানব পাচারের পরই তৃতীয় আন্তর্জাতিক অপরাধ হচ্ছে বন্যপ্রাণীর পাচার বা অবৈধ ব্যবসা।
বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশ থেকে কুমির, হাতি, হনুমান, গন্ধগোকুল, কাছিম, বনরুই, বানর, মায়াহরিণসহ বিভিন্ন প্রজাতির প্রাণী প্রতিবেশী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হচ্ছে। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৫২৭টি বন্যপ্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এই প্রাণীগুলো পাচারের উদ্দেশে এবং অবৈধভাবে বিক্রির জন্য পাচারকারীরা ধরেছিল। এসব প্রাণীর মধ্যে আছে শিয়াল, বনবিড়াল, বিভিন্ন প্রজাতির সাপ, কাঠবিড়ালি, তক্ষক, মেছোবিড়াল ও কুমির।
‘ইলিগ্যাল ওয়াইল্ডলাইফ ট্রেড ইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া : এ স্টাডি অব কমপ্যারেটিভ ল’ শীর্ষক এক গবেষণায় জানা যায়, পাচারকারী চক্র বিশ্বের বিভিন্ন দেশে চাহিদার ভিত্তিতে কর ফাঁকি দিতে বাঘ ও সিংহের মতো প্রাণী বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে পাচার করে। এরপর এগুলো ভারত ছাড়াও সেখান থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাচার করা হয়। এক্ষেত্রে বাংলাদেশকে একটি ‘ক্রাইম করিডর’ হিসেবে ব্যবহার করা হয়। আর বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করে পাচারকারীরা বিলিয়ন ডলারের ব্যবসা করে।
ওই গবেষণায় বলা হয়, সীমান্ত দিয়ে অন্য দেশে হাতি ও বাঘ পাচারের বিষয়টি পাচারকারী চক্রের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। আর এসব ঘটনার সঙ্গে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সম্পৃক্ততা রয়েছে। এ ছাড়া বেশ কিছু বন্যপ্রাণীর শরীরের বিভিন্ন অংশ ঐতিহ্যবাহী ওষুধের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে প্রাণীর চর্বি, পিত্তের নির্যাস, মাংস, হাড় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আবার দেশে যারা কবিরাজ হিসেবে কাজ করছেন তারাও অনেক সময় বন্যপ্রাণীর শরীরের অংশ তাদের ওষুধ হিসেবে ব্যবহার করছেন।
সম্প্রতি ওষুধের কাজে তক্ষক শিকার করার ঘটনাটি এরই মধ্যে সামনে এসেছে।
জানা গেছে, দেশে ২০২০ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বন্যপ্রাণী অপরাধ ইউনিট মোট ১ হাজার ৭২৬টি অপারেশন চালায়। এতে ১৬ হাজারের ওপর বন্যপ্রাণী এবং ২৬৪টি প্রাণীর ট্রফি (বন্যপ্রাণীর চামড়া) উদ্ধার করা হয়। এ সময় ৩৩টি মামলা দায়ের করা হয়।
দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেনজারড স্পিসেস অব ওয়াইল্ড ফোয়ানা অ্যান্ড ফ্লোরা (সিআইটিইএস) এর ওয়েবসাইটে পাওয়া তথ্যে দেখা যায়, বিশ্ববাজার থেকে বেশ কিছু বিপন্ন পাখি আমদানি করে তা পোষা পাখি হিসেবে বাংলাদেশে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে আছে দ্য গ্রেট গ্রিন ম্যাকাও, ব্লু থ্রোটেড ম্যাকাও, হাইব্রিড ম্যাকাও, মিলিটারি ম্যাকাও, রেড ক্রাউন প্যারাকেট, গোল্ডেন প্যারাকেট। সিআইটিইএস-এর পর্যবেক্ষণ বলছে, বাংলাদেশে এমন অনেক পাখি বিদেশ থেকে আসছে যেগুলো বাণিজ্যিক ব্যবহারের জন্য নিষিদ্ধ। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দায়িত্বপ্রাপ্তরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা পাখি বিদেশ থেকে আনছেন তা দেখতে একই প্রজাতির হওয়ায় অন্য প্রজাতির পাখিও আনছেন। সহজে শনাক্ত না হওয়ায় এই ব্যবসায়ীরা সংশ্লিষ্টদের বিভ্রান্ত করে বিপন্ন এসব পাখি দেশে নিয়ে আসছেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সপ্লোরিং মার্কেট বেইজড ওয়াইল্ড ট্রেড ডায়নামিকস ইন বাংলাদেশ’ শীর্ষক এক জরিপ প্রতিবেদনে বলা হয় যে, এশিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারে বন্যপ্রাণী বিক্রি হচ্ছে। দেশের মধ্যে পাহাড়ি এলাকা, জেলা শহরের নিকটবর্তী বন এলাকা এবং রাজধানী ঢাকার বাজারে দেশীয় প্রজাতি ছাড়াও দেশের বাইরের বন্যপ্রাণী বিক্রি হয়। প্রতিবেদনটি বলছে, বন্যপ্রাণীর মূল বেচাকেনার এক-তৃতীয়াংশ চট্টগ্রামেই হয়। এর কিছু দেশের বাইরে এবং কিছু ঢাকায় বিক্রির জন্য পাঠানো হয়। সাধারণত রয়েল বেঙ্গল টাইগার, কুমির, চিতাবাঘের মতো প্রাণী বাইপোড্রাক্ট হিসেবে বিক্রি হয়। জরিপে অংশগ্রহণকারী ২০ জন ব্যবসায়ী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়ার ভয়ে এ ধরনের প্রাণীগুলো জীবন্ত অবস্থায় বাজার বা বাড়িতে রাখা বিপজ্জনক। স্থানীয় অনেকে এসব প্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ ওষুধ হিসেবে ব্যবহার করার জন্য বিক্রি করেন।
সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী বেচাকেনা ও পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহজনক মানুষ যেসব জেলায় আছে তার তালিকা তৈরি করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট তা ইন্টারপোলকে জানিয়ে দেওয়া হয়। সেই তালিকা ইন্টারপোল, বাংলাদেশ পুলিশকে পৌঁছে দেয়। এর মধ্যে পুলিশ বা বন বিভাগের কাছে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার মোবাইল ফোন ট্রাক করে তাকে চিহ্নিত করা হয়। দেশে যারা এই অপরাধের সঙ্গে জড়িত তার বেশির ভাগই ‘সাপোর্টিং বিজনেস’ হিসেবে এটি করেন।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারী গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দেশে বন্যপ্রাণী পাচারের সিন্ডিকেট আছে আবার ব্যক্তিগতভাবেও অনেকে এ কাজে জড়িত। তবে সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তারা বিমানবন্দর দিয়ে এই কাজ করেন না। তারা স্থলসীমান্ত এবং উপকূলীয় সীমানা দিয়ে পাশের দেশ এবং চীনে বন্যপ্রাণী পাচার করেন। পাচারের আইটেমগুলোর মধ্যে আছে বনরুই, লজ্জাবতী বানর, পোড়ামুখ হনুমান, উল্লুক জাতীয় প্রাণী। গত এক দেড় বছরে ঢাকা শাহজালাল (রহ.) বিমানবন্দরে বেশ কিছু বন্যপ্রাণী ধরা পড়ে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
আপনার মতামত লিখুন