শ্যামনগরে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশিদুল গ্রেপ্তার
আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য রাশিদুল ইসলাম (৩৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চুনা ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
শ্যামনগর-সাতক্ষীরা-যশোর এলাকার মোটরসাইকেল চোর সিন্ডিকেট বাক্কার বাহিনীর দ্বিতীয় প্রধান রাশিদুল উপজেলার বংশীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
এসময় তার নিকট থেকে একটি চোরাই ডিসকভার ১২৫ সিসির মোটর সাইকেল উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে একটি মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে। জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে চুনার ব্রিজ এলাকায় পৌঁছে মোটর সাইকেলটি বন্ধ হলে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাকে উদ্ধার করে। পরে মোটর সাইকেল মালিক মোহাম্মদ আলীর দায়েরকৃত চুরির মামলায় শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত রাশিদুল ইসলামের বিরুদ্ধে সাতক্ষীরা সদর, যশোর, চুয়াডাঙ্গা, খুলনার ও সিরাজগঞ্জে মোটরসাইকেল চুরির ১০টি মামলা রয়েছে। জামিন নিয়ে বাইরে এসে রাশিদুল ও তার লোকজন একই অপকর্মে জড়িত হয় বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন