জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে

সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর স্বার্থে জনগণ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে সহায়তা চেয়েছেন সদ্য দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ আল বশীর। এমন পরিস্থিতির মধ্যেও সিরিয়ার বিভিন্ন অবস্থানে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ও তুরস্ক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দায়িত্ব নেয়ার পর রাজধানী দামেস্কে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান আল বশীর। রবিবার তৎকালিন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে পালানোর পর এই প্রথম বিগত সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের আনুষ্ঠানিক বৈঠক এটি।
আল বশীর জানিয়েছেন, আগামী পহেলা মার্চ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসনের নেতৃত্ব দেবেন তিনি। এদিকে, স্কাই নিউজ সিরিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন বিদ্রোহীদের সর্বোচ্চ নেতা হায়াত তাহরির আল শামের প্রধান আবু মুহাম্মদ আল-জুলানি। তিনি বলেছেন, বর্তমানে তাদের মূল লক্ষ্য উন্নয়ন, পুনর্গঠন আর স্থিতিশীলতায় মনযোগ দেয়া। দেশ গোছানোর চেষ্টা যখন চলছে, তখন সিরিয়ার গুরুত্বপূর্ণ অবস্থানে বিমান হামলা জারি রেখেছে ইসরাইল। ৪৮ ঘন্টায় ৪৮০টির বেশি অবস্থানে হামলার দাবিও করেছে ইসরাইলের সেনা সদর। হামলার লক্ষ্যবস্তুতে সিরিয়ায় স্থাপিত রুশ নৌ ঘাঁটিও ছিলো।
অন্যদিকে, সশস্ত্র কূর্দি যোদ্ধা দমনের অজুহাতে সিরিয়ার উত্তরাঞ্চলে অব্যাহত হামলায় ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করেছে তুরস্ক। সিরিয়ান অবজার্ভেটরি অব হিউম্যান রাইটস্ জানিয়েছে, রবিবার থেকে তিনদিনে তুরস্ক সমর্থিত যোদ্ধাদের অভিযান আর বিমান হামলায় কমপক্ষে ২১৮ জন কূর্দিকে হত্যা করা হয়েছে।
আপনার মতামত লিখুন